close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ধর্ষনের ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা দাবী শিক্ষক গ্রেফতার

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম

লালমনিরহাটে কলেজ ছাত্রীকে ধর্ষনের ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভূক্তভোগী পরিবারের নিকট ৫ লাখ টাকা দাবী করার অভিযোগে প্রাইভেট শিক্ষক আঃ রাজ্জাক (২৮)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 
গতকাল গভীর রাতে জেলা পরিষদ মোড় এলাকার একটি বাড়ী থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করেন পুলিশ। অভিযুক্ত শিক্ষক আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার মন্টু মিয়ার পুত্র।
 জেলা পরিষদ মোড়ের একটি বাড়ীতে ২০১৯ সাল থেকে “ইকোনোমিক্স প্রাইভেট হোম” নামে একটি কোচিং সেন্টার চালু করেন আঃ রাজ্জাক। প্রাইভেট পড়ানোর আড়ালে পড়তে আসা একাধিক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে জোড়পূর্বক ধর্ষন করে গোপনে ভিডিও ধারন করেন তিনি। পরে সেই ভিডিও দেখিয়ে একাধিবার ধর্ষন করা সহ ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই যেন তার মুল পেশা। এমন পরিস্থিতির শিকার ১৯ বছর বয়সী মেধাবী এক কলেজ ছাত্রীকে ১৫ ডিসেম্বর ২০২২ইং তারিখে ওই কোচিং সেন্টারের পাশে জনৈক আফজাল ড্রাইভারের ৩ তলা বিশিষ্ট বাড়ীর (ভাড়া বাসার) একটি কক্ষে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষন করেন ওই শিক্ষক । পরে এ ঘটনার স্থীর ও ভিডিও চিত্রের পর্নোগ্রাফি তৈরী করে ৫ লাখ টাকা দাবী করেন ভূক্তভোগী ওই ছাত্রীর পরিবারের নিকট । তার কথামতো কাজ না হলে সমাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করেন ওই শিক্ষক । 
গতকাল বিষয়টি লালমনিরহাট সদর থানায় অবহিত করলে রাতেই তাকে আটক করে  পুলিশ। বিকেলে ভূক্তভোগীর পিতা আলীমুল হক (৪৬) বাদী হয়ে আঃ রাজ্জাককে আসামী করে নিয়মিত আইনে একটি অভিযোগ দায়ের করেন। 
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। তার কাছ থেকে জব্দকৃত মোবাইল ও ল্যাপটপে  একাধিক মেয়ের সঙ্গে নগ্ন ছবি ও ভিডিও চিত্র পরিলক্ষিত হয়েছে। তিনি একজন সিরিয়াল রেপিস্ট, আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Akm Kaysarul Alam
Akm Kaysarul Alam 5 måneder siden
✔️
0 0 Svar
Vis mere