ধনবাড়িতে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, উদ্বেগে সাধারণ মানুষ
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত একটি ফেসবুক গ্রুপ ও পেইজকে কেন্দ্র করে অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, “ধনবাড়ি ফাটাফাটি গ্রুপ পেইজ” নামের একটি প্ল্যাটফর্মে বিভিন্ন ছেলে-মেয়ের ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃতভাবে এডিট করে, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, এসব ছবি ও ভিডিও তাদের সম্মতি ছাড়াই প্রকাশ করা হচ্ছে, যা ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অনেক ক্ষেত্রে ভুয়া আইডি ব্যবহার করে কনটেন্ট ছড়ানো হচ্ছে, ফলে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড সাইবার অপরাধ এবং বিদ্যমান আইনে শাস্তিযোগ্য। তারা দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপ ও পেইজগুলো পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন,
“এভাবে AI দিয়ে ভুয়া ছবি-ভিডিও বানিয়ে ছড়ানো হলে সমাজে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে। তরুণ সমাজ ভুল পথে যাবে।”
স্থানীয়রা বলছেন, অবিলম্বে এসব গ্রুপ ও পেইজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে এমন অপরাধ আরও বাড়তে পারে।
এ ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।



















