ধনবাড়ীতে রাতে “ডিজে পার্টি” ও শব্দদূষণ রোধে কড়া নজরদারিতে উপজেলা প্রশাসন
ধনবাড়ী উপজেলায় রাতের বেলায় ডিজে পার্টি, উচ্চ শব্দে গান বাজানো ও শব্দদূষণ রোধে কড়া নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অমান্য করলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিয়ের আয়োজন ও ব্যক্তিগত পার্টিতে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে ডিজে বাজানোর কারণে শিশু, বৃদ্ধ, রোগী ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে মাঠে নেমেছে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের বাইরে কিংবা অনুমতি ছাড়া ডিজে পার্টি, উচ্চ শব্দে গান বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও প্রয়োজন অনুযায়ী অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রশাসনের টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, আইন মেনে চললে একদিকে যেমন শব্দদূষণ কমবে, অন্যদিকে সাধারণ মানুষ স্বস্তিতে রাত কাটাতে পারবে।



















