close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা..

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে রাতের আঁধারে এক কলা চাষির বাগানের প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।..

ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে রাতের আঁধারে এক কলা চাষির বাগানের প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ার হোসেন কান্নাজড়িত জানান, এ বছর ৬০ হাজার টাকা ধার নিয়ে ৩০ শতাংশ জমি লিজ নিয়ে কলা চাষ শুরু করি। গাছ থেকে কলা বের হয়েছে। সেই অপরিপক্ব অবস্থায় কে বা কাহারা শুক্রবার (১৬ জানুয়ারি) রাতের আঁধারে শত্রুতাবশত প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে ও গাছে থাকা কাদি অর্ধকাটা করে রেখেছে ও কিছু কাদি চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এতে করে আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি এখন পথে বসে গেছি। এই কৃষি আবাদ থেকে আমি আমার ছেলের লেখাপড়াসহ পরিবারের সংসারের ব্যায়ভার বহন করতাম। এখন আর কোনো উপায় থাকল না।

স্থানীয় কৃষক লিটন মিয়া, জাহাঙ্গীর , জহুরুল ও তোতা মিয়াসহ অনেকে জানান, ফসল কেটে এ কেমন শত্রুতা। এ ঘটনায় অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ঘটনায় এনসিপির টাঙ্গাইল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর জানান, এ খবর পেয়ে সরেজমিন দেখেছি খুবই দুঃখজনক ঘটনা।

এতে করে শুধু কৃষক দোলোয়ার হোসেনই ক্ষতিগ্রস্ত হয়নি। দেশের অর্থনৈতিতেও একটু হলেও ক্ষতি হয়েছে। কৃষি খাত উন্নয়নে দেশকে এগিয়ে নিতে হলে কৃষকদের এগিয়ে নিতে হবে। তাই ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ারকে সরকারিভাবে সহায়তা করার জোর দাবি করছি।
স্থানীয় ইউপি সদস্য শাজাহান আলী বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষক দোলোয়ারের বাগানের কলার কাদি যারা রাতের আঁধারে কেটেছে তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনাসহ কৃষক দেলোয়ারকে সরকারি সহায়তার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, কৃষক দেলোয়ারের কলা বাগানে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে। বিষয়টি জেনেছি, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক দেলোয়ারের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

没有找到评论


News Card Generator