ধলিয়া বাজারে বিএনপির পরামর্শ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
সভায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে কাজ করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া বাজারে পরিকল্পনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ধলিয়া বাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে ধলিয়া বাজারের ব্যবসায়ী, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল। তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরামর্শ সভায় বক্তারা বলেন, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু একজন পরিচ্ছন্ন ও পরীক্ষিত নেতা। ভালুকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তাঁকে বিজয়ী করার বিকল্প নেই। এজন্য ব্যবসায়ী সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Комментариев нет


News Card Generator