ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নে যুবদল নেতা মরহুম রিয়াজ উদ্দিন সরকারের জানাজা নামাজে অংশগ্রহণ করেছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ধীতপুর ইউনিয়নে মরহুম রিয়াজ উদ্দিন সরকারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুসল্লি, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু মরহুম রিয়াজ উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমের কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, রিয়াজ উদ্দিন সরকার একজন ত্যাগী যুবদল নেতা ছিলেন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় তিনি সকলের নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন এবং আল্লাহ তায়ালার কাছে তার জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।
জানাজা নামাজে ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















