close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঢাকায় র‌্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুট, অবশেষে পুলিশের জালে ডাকাত চক্রের ৫ সদস্য

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর কাকরাইল মোড়ে র‌্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার ঢাকার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভি
রাজধানীর কাকরাইল মোড়ে র‌্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার ঢাকার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে এই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় একটি মাইক্রোবাস এবং আটটি মুঠোফোন জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. সাজ্জাদ হোসেন (৩৫), মো. কবির হোসেন (৫০), মো. শরিফ (২৫), মো. মনির হোসেন (৪০) ও মো. হাবিবুর খন্দকার (৩৮)। ঘটনার বিস্তারিত: রমনা মডেল থানার সূত্রে জানা যায়, ডেমরার মাতুয়াইলের ট্রাসমি কোম্পানি লিমিটেডের ডিএমডি সাইফুল ইসলাম (৩৮) গত ৪ ডিসেম্বর দুপুরে পুরান ঢাকার তাঁতীবাজারের রামের গদি নামের একটি স্বর্ণালংকারের দোকান থেকে ২৬ লাখ ১২ হাজার টাকা নিয়ে বাড্ডায় নিজের বাসার উদ্দেশ্যে রওনা হন। সাইফুল ইসলাম বংশাল চৌরাস্তায় এসে একটি বাসে উঠেন। বাসটি কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে হঠাৎ ১০-১২ জন লোক বাসে উঠে নিজেদের ‘র‌্যাব সদস্য’ বলে পরিচয় দেয়। তাদের মধ্যে একজনের পরনে ছিল ‘র‌্যাব’ লেখা জ্যাকেট এবং তার হাতে হাতকড়া ও ওয়্যারলেস সেট ছিল। র‌্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা বাসের যাত্রীদের উদ্দেশ্যে বলেন, এই গাড়িতে মামলার আসামি রয়েছে। এরপর সাইফুল ইসলামকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে তোলেন তারা। সাইফুল ইসলামের অভিযোগ অনুযায়ী, ডাকাত দল তার সঙ্গে থাকা ২৬ লাখ ১২ হাজার টাকা লুট করে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় সাইফুল ইসলাম দ্রুত রমনা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার অভিযান: মামলার তদন্তে পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। অবশেষে বৃহস্পতিবার ঢাকার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, এ চক্র দীর্ঘদিন ধরে একই কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা-পয়সা লুট করে আসছিল। রমনা মডেল থানার ওসি জানান, "গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।" এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। বাসে কিংবা অন্য কোথাও সন্দেহজনক ব্যক্তি র‌্যাব পরিচয় দিলে যথাযথভাবে যাচাই করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। ঢাকায় র‌্যাব পরিচয়ে ভয়ংকর ডাকাতির ঘটনার পর পুলিশি তৎপরতায় গ্রেপ্তার হলো পাঁচ ডাকাত। তাদের কাছ থেকে লুটের কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
Tidak ada komentar yang ditemukan


News Card Generator