close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
					ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় আরও দুজন প্রাণ হারান।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে বৃহস্পতিবার রাতে নিহতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আব্দুল্লাহ পরিবহনের হেলপার, শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) এবং সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবীপাড়া গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে শুক্রবার ভোরে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
উল্লেখ্য, এর আগেও এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গত ২৭ ডিসেম্বর ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনা এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে আওয়াজ উঠেছে।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			