ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবে ছাত্রশিবির, রেজিস্ট্রেশন শুরু


বাংলাদেশের সমাজ, রাজনীতি, ইসলাম, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়ে শিক্ষার্থীদের রয়েছে নানা প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ প্রশ্নোত্তর অনুষ্ঠান ও মতবিনিময় সভা। এই অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে "মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির (Shibir Meets Brilliance)"।
আগামী রোববার, ২৯ ডিসেম্বর, ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শিশির মনির, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্যা গালিব এবং শিবিরের বর্তমান সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ।
অংশগ্রহণ করতে ইচ্ছুক ঢাবির যেকোনো ছাত্র-ছাত্রী ২৮ ডিসেম্বর (শনিবার) রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার পর শিক্ষার্থীরা একটি ফিরতি ইমেইলের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন কনফার্মেশন পাবেন।
অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি শুভেচ্ছা উপহার প্রদান করা হবে।
نظری یافت نشد