ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত নীলক্ষেত, আহত ২ জন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নীলক্ষেত ও এর আশপাশের এলাকা। রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নীলক্ষেত ও এর আশপাশের এলাকা। রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে দুজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত এলাকা পার করেন। এ সময় সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে জড়ো হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ঘটনার ক্রমবিবরণী রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের দিকে অগ্রসর হন। এক পর্যায়ে ঢাবির স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনের রাস্তায় অবস্থান নেন এবং সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর আগে রাত সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবরোধ তুলে সাত কলেজের শিক্ষার্থীরা মিছিলসহ ঢাকা কলেজের ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর তারা আরও শিক্ষার্থী যোগ করে মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন এবং প্রো-ভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দেন। উত্তেজনা বৃদ্ধির কারণ সংঘর্ষের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। সাত কলেজ ঢাবির অধিভুক্ত হওয়ার পর থেকে একাধিক ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে। পুলিশের ভূমিকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তৎপর হয়। সংঘর্ষ এড়াতে তারা দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে উত্তেজিত শিক্ষার্থীদের থামানো সম্ভব হয়নি। পরিস্থিতি এখনো অস্থিতিশীল এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উভয়পক্ষের শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থানে রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি যে কোনো সময় আরো ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
نظری یافت نشد


News Card Generator