বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে শোকবহিতে স্বাক্ষর করেন তিনি। এ সময় প্রিয় নেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শোকবহিতে স্বাক্ষর শেষে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হলো, তা অপূরণীয়। তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে।
এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা প্রিয় নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন এবং কান্দিরপাড় এলাকায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।



















