২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে মোবাইল ফোনের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতীয় বাজেট উপস্থাপন করেন। এতে তিনি মোবাইল উৎপাদনে বিদ্যমান ভ্যাটহার বৃদ্ধির প্রস্তাব তুলে ধরেন।
নির্বাচিত সরকার না থাকায় এ বছর ব্যতিক্রমভাবে অন্তর্বর্তীকালীন সরকার বাজেট ঘোষণা করছে। সাধারণত জুনের প্রথম বৃহস্পতিবার বাজেট দেওয়া হলেও ঈদের ছুটি (৫ জুন থেকে) সামনে রেখে এবার ২ জুনই বাজেট ঘোষণা করা হয়।
প্রথানুসারে বাজেট ঘোষণার দিন থেকেই প্রস্তাবিত ভ্যাট ও শুল্কহার কার্যকর হয়। ফলে আজ থেকেই বাজারে মোবাইল ফোনের দামে এর প্রভাব পড়তে শুরু করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















