close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দেশে চিকিৎসা খরচ মিটাতে বছরে গরীব হচ্ছে ৫০ লাখ মানুষ

RAFIQUL ISLAM avatar   
RAFIQUL ISLAM
বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসার ব্যয় কমানো গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের তথ্যমতে, চিকিৎসা খরচ বহন করতে গিয়ে বাংলাদেশে প্রতি বছর ৫০ লাখ মানুষ গরীব হয়ে যায়।বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার..

 

বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসার ব্যয় কমানো গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের তথ্যমতে, চিকিৎসা খরচ বহন করতে গিয়ে বাংলাদেশে প্রতি বছর ৫০ লাখ মানুষ গরীব হয়ে যায়।

 

রবিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের (বিএসএনএস) তিনদিন ব্যাপী চতুর্থ অন্তর্বর্তীকালীন সভার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম এসব কথা বলেন।  

 

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদুল হক, সদস্য সচিব ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান এবং অন্তর্বর্তীকালীন সভা বাস্তবায়ন কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. মাঈনুল হক সরকারসহ দেশি-বিদেশি ৩০০ জনের অধিক নিউরোসার্জন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, বাংলাদেশের জনসংখ্যা বিশাল। ফলে রোগীও প্রচুর। অনেক উন্নত দেশের আধুনিক যন্ত্রপাতি আছে, কিন্তু রোগী কম। 

এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আলাদা।সে হিসেবে আমাদের দেশের এ অঙ্গনে আরও অনেক পদক্ষেপ নেওয়া বাকি। 

 

আন্তর্জাতিক একটি জার্নালে দেখা গেছে, এ দেশের এক শতাংশ সার্জারী রোগী ভিক্ষা করে টাকা আনেন। ১২ শতাংশ রোগী টাকা আনেন চক্রবৃদ্ধি সুদে। তারা সহায়-সম্পত্তি বিক্রি করা ছাড়া কোনো দিনই সে টাকা শোধ করতে পারে না।

कोई टिप्पणी नहीं मिली