রবিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পূর্বধলা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুল ইসলাম কিরন (৩২) এবং নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ সাইফুল ইসলাম খান (৪৪)।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ইসলাম জানান, আশরাফুল ইসলাম কিরনের বিরুদ্ধে পূর্বধলা থানার মামলা নং-০১ (তারিখ: ১ ডিসেম্বর ২০২৫) অনুযায়ী ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, মোঃ সাইফুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা নং-২৮ (তারিখ: ২৩ নভেম্বর ২০২৪) অনুযায়ী ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধিত ২০১৩) এর ৬/১০/১১/১২/১৩ ধারায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ‘ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত থাকবে।
দেশব্যাপী ‘ডেভিল হান্ট’ অভিযানে পূর্বধলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার..
Hiçbir yorum bulunamadı



















