close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দেশবাসী চায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সংস্কারের জন্য ঐক্য প্রতিষ্ঠা জরুরি: আলী রীয়াজ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবার (২৭ ডিসেম্বর) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে সংবিধান সংস্কার কমিশনের প
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবার (২৭ ডিসেম্বর) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিকেন্দ্রীকৃত ক্ষমতা, নাগরিক অধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে। তিনি জোর দিয়ে বলেন, এই ঐকমত্যকে ধারণ করেই বাংলাদেশকে ভবিষ্যতে এগিয়ে নিতে হবে। অধ্যাপক আলী রীয়াজ বলেন, “এখন আমাদের ঐক্যের জায়গাটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা গঠন করতে হবে যা প্রকৃতপক্ষে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে ক্ষমতার এককেন্দ্রিককরণ অসম্ভব হয়ে পড়বে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে।” তিনি আরো বলেন, সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য কেবল আইন-কানুন সংস্কার যথেষ্ট নয়। এজন্য একটি ভালো সংবিধান প্রণয়ন অত্যন্ত জরুরি। জনগণের অধিকার নিশ্চিত করতে সকলকে মিলে সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে। সংলাপের উদ্বোধনীতে ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছে। সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কারণ সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। নির্বাচন এবং সংস্কারের প্রস্তুতি একসঙ্গে চলবে। তবে নাগরিকদের অংশগ্রহণ সংস্কারের কাজে জরুরি।”
Keine Kommentare gefunden


News Card Generator