close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, নতুন ভর্তি ১০৭৯ রোগী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৭৯ জন রোগী
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৭৯ জন রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন এবং ঢাকার বাইরে ঢাকা বিভাগে ২৭২ জন রয়েছেন। এছাড়া রাজধানীর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন ও ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ১৪৩ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত ১,২৩০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৮২,৬১২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৬,৭৯১ জন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে। প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫ জন।
Ingen kommentarer fundet