close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ডেভিল হান্ট অপারেশনে দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার..

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এর সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রমের অংশ হিসেবে এ..

 

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এর সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রমের অংশ হিসেবে একাধিক মামলার পলাতক আসামিকে  গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর ২০২৫  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোঃ শাহ আলম (৩৯)-কে গ্রেফতার করা হয়। 


পুলিশ সূত্রে জানা যায় দিনাজপুর শহরের কাঞ্চন কলোনী এলাকার মৃত আব্দুল আজিজ এর শেখ মোঃ শাহ আলম বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রামদা ও দেশীয় অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় তার ভূমিকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে চলছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত থাকার তথ্যও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট সাতটি জিআর মামলা এবং আরও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ইতোমধ্যে তাকে মূলতবি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

Geen reacties gevonden


News Card Generator