close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ডেভিল হান্ট অপারেশনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেফতার..

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুর ডেভিল হান্ট অপারেশন-২ এর কার্যক্রমের অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।..

 

মো: আব্দুস সাত্তার,দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুর ডেভিল হান্ট অপারেশন-২ এর কার্যক্রমের অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর জেলার গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ ডিসেম্বর ২০২৫ 
রাত ১ টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫), পিতা- মোঃ সালেহ উদ্দিন আহমেদ, মাতা-মোছাঃ সামেদ্য আহমেদ, স্থায়ী সাং-পূর্ব জগন্নাথপুর, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর, বর্তমান ঠিকানা- ঘাসিপাড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর'কে গ্রেফতার করা হয়। মোঃ আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে জানা যায়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে পরস্পর যোগসাজসের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। উল্লেখ্য যে, তাহার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ডিএমপিতে একাধিক মামলা রয়েছে।  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator