বিএনপি’র আমলে শেরপুরে ব্রিজ নির্মাণ হলেও দেড় যুগেও সুফল পাননি এলাকাবাসী। তাদের অভিযোগ, রাস্তা থেকে ব্রিজ উঁচু হওয়ায় যাতায়াত করতে পারছেন না তারা। ফলে নির্মাণের পর থেকেই এপ্রোচ ছাড়া ব্রিজটি অকেজো হয়ে পড়েছে; পাশাপাশি কাঁচা রাস্তা থাকায় বিভিন্ন জায়গা থেকে সরে গেছে মাটিও। আর দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস; এলজিইডির।
২০০৩সালে বিএনপি’র আমলে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরী গ্রামে কাঁটাখালি ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণের দেড় যুগ অতিবাহিত হলেও; ব্রিজটির সুফল পাননি ১০ গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, বিএনপি সরকার ব্রিজটি নির্মাণ করায় আ'লীগের সময়ে সেখানে আর কোনো কাজ হয়নি। ফলে নির্মাণের পর থেকেই এপ্রোচ ছাড়া ব্রিজটি অকেজো হয়ে পড়েছে। এতে বাড়ছে ক্ষোভ, হতাশা।
স্থানীয়রা বলছেন, ব্রিজ আছে, কিন্তু এপ্রোচ ঠিক না থাকায় ব্রিজটি কোন কাজেই আসছে না তাদের। তাই দ্রুত সময়ের মধ্য ব্রিজটি ব্যবহারের উপযোগী করার দাবি তাদের।
এদিকে, সমস্যা নিরসনে ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস; এলজিইডির এই কর্মকর্তার।
৪৫ মিটার দৈর্ঘ্যের কাঁটাখালি ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছিল ১কোটি ৪৯লাখ টাকা।