close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দ্বিতীয় ম্যাচ ও খেলতে পারবেন না কিলিয়ান এমবাপ্পে

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ফিফা ক্লাব বিশ্বকাপে আজ রবিবার (২২ জুন) পাচুকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও কিলিয়ান এমবাপ্পে কে পাচ্ছে না লস ব্লাঙ্কুসরা।..

গতকাল (২১ জুন) এমবাপ্পেকে নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো নিশ্চিত করেছে। দ্বিতীয় ম্যাচে না পাওয়া গেলেও গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সালজবার্গের বিপক্ষে পাওয়া যাবে এমবাপ্পেকে। 

জাবি বলেন, সে (এমবাপ্পে) এখন ভালো করছে, হাসপাতাল থেকে ফিরে এসেছে এবং সুস্থ হয়ে উঠছে। সালজবার্গের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

আলোনসোর পাশাপাশি রিয়াল মাদ্রিদ ও এক বিবৃতিতে জানিয়েছে, এমবাপ্পের পাশাপাশি দানি কার্ভাহালকেও পাওয়া যাবে না পাচুকার বিপক্ষে। যদিও দুইজনই দলের সঙ্গে অনুশীলন করেছেন।

এর আগে সৌদি ক্লাব আল হিলালের সাথে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। শেষ মূহূর্ত্বে মাদ্রিদ পেনাল্টি পেলেও মিস করেন ফেদেরিকো ভালভার্দে।

コメントがありません


News Card Generator