close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দ্বীপ ইউনিয়ন গাবুরায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

Ranajit Barman avatar   
Ranajit Barman
'নৌকা বাইচ গ্রাম বাংলার মানুষের প্রাণের স্পন্দন' এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার চকবারা খালে বৃহস্পতিবার(১২ জুন) বিকালে উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী ন..

সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ ‍‌'নৌকা বাইচ গ্রাম বাংলার মানুষের প্রাণের স্পন্দন' এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার চকবারা খালে বৃহস্পতিবার(১২ জুন) বিকালে উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চকবারা গাজীর বাড়ির আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতায় চকবারা খালের দুই পাড়ে ঢাক, ঢোল ,কাশি বাদ্য বাজনা সহকারে উৎসুক জনতার উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়।   বাদ্য বাজনা ও বাঁশির সুরের তালে যেন বয়ে চলে নৌকা বাইচের নৌকা ও নদীর ঢেউ।  
১৬ থেকে ১৮ জন সদস্য সংখ্যা নিয়ে তিনটি নৌকা বাইচ দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।   প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। 

দীর্ঘ খালের নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মাসুম বিল্লাহ মাঝির দল এবং দ্বিতীয় স্থান/রানার্স আপ  অধিকার করেন জিয়াউর রহমান মাঝির দল। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ২৪" এলিডি মনিটর ও রানার্স আপ দলকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পুরস্কার হিসাবে প্রদান করা হয়।  

পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। আব্দুল্লাহ আল মামুন ও মাসুদ রানার সহায়তায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরার সাবেক ইউপি সদস্য  মীর আব্দুর রাজ্জাক, শিক্ষক খায়রুল ইসলাম মিলন, শিক্ষক শফিকুল ইসলাম, আবুল কাশেম, আব্দুল মান্নান গাজী, মন্টু গাজী প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন নৌকা বাইচ একটি প্রতিযোগিতা নয়, আমাদের নদী সংস্কৃতির একটি অংশ।  এই ধরনের আয়োজন দেশিয় সংস্কৃতিকে টিকিয়ে রাখবে একই সাথে যুব সমাজকে মাদকমুক্ত করতে সহায়তা করবে।  

ছবি- শ্যামনগর দ্বীপ ইউনিয়ন গাবুরার চকবারা খালের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।  


    

कोई टिप्पणी नहीं मिली