close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দাওয়াতে ইসলামীর ইজতেমা ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ

Mahamud Mithu avatar   
Mahamud Mithu
দাওয়াতে ইসলামীর চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হয়েছে। ইজতেমায় দাওয়াতে ইসলামীর নিগরান ও রুকনে শুরা আব্দুল মুবিন আত্তরী এবং অন্যান্য প্রধান অংশগুলি উপস্থিত ছিলেন।..

ইসলামীর ইজতেমা ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো, লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে ‘আমিন-আমিন’ ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর চট্টগ্রাম বিভাগীয় তিন দিনের ইজতেমা। ইজতেমায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি-সমৃদ্ধি, ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের নিগরান (সভাপতি) ও রুকনে শুরা আব্দুল মুবিন আত্তরী। জুমার নামাজে ইমামতি ও নসিহত করেন খলিফায়ে আমিরে আহলে সুন্নাত আল্লামা ওবায়েদে রেজা মাদানী কাদেরী আত্তারী। বিশেষ বয়ান করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী। ইজতেমায় আগামী ২৫, ২৬, ২৭ ডিসেম্বর ২০২৫ ঢাকায় আন্তর্জাতিক ইজতেমা তারিখ ঘোষণা করা হয়।

Nema komentara