close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দায়িত্ব নিয়েই ইসরাইলপন্থী নির্বাহী আদেশ বাতিল করলেন নিউইয়র্কের নতুন মেয়র, তেল আবিবের ক্ষোভ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এই আদেশে ইসরাইল বা এর নাগরিকদের প্রতি বৈষম্যমূলক হতে পারে এমন চুক্তি করতে শহরের কর্মকর্তাদের নিষেধ করা হয়েছিল।..

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তার পূর্বসূরি এরিক অ্যাডামসের জারি করা বেশ কিছু ইসরাইলপন্থী নির্বাহী আদেশ বাতিল করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মেয়র হিসেবে তার প্রথম কার্যদিবসে তিনি এই সাহসী পদক্ষেপ নেন। ফিলিস্তিনের অধিকারকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইসরাইল সরকার তীব্র নিন্দা জানিয়েছে।

জোহরান মামদানি মূলত এরিক অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠার পর (২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর) জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. ইসরাইলকে বয়কট বা বিডিএস (Boycott, Divestment and Sanctions) আন্দোলনের ওপর বিধিনিষেধ আরোপ করে জারি করা আদেশ। এই আদেশে ইসরাইল বা এর নাগরিকদের প্রতি বৈষম্যমূলক হতে পারে এমন চুক্তি করতে শহরের কর্মকর্তাদের নিষেধ করা হয়েছিল।

২. ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) দেওয়া ইহুদি-বিদ্বেষের বিতর্কিত সংজ্ঞা গ্রহণ সংক্রান্ত আদেশ। অধিকারকর্মীদের মতে, এই সংজ্ঞা ব্যবহার করে ইসরাইলের যৌক্তিক সমালোচনাকেও 'ইহুদি-বিদ্বেষ' বলে দমন করা হতো।

প্রতিক্রিয়া:

  • প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) এই সিদ্ধান্তকে সাহসী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। তারা বলছেন, অসাংবিধানিকভাবে ইসরাইলকে বিশেষ সুবিধা দেওয়ার নীতি বাতিল করা নিউইয়র্কবাসীর অধিকার রক্ষার শামিল।

  • ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘‘এটি কোনো নেতৃত্ব নয়, বরং জ্বলন্ত আগুনে ইহুদি-বিদ্বেষের ঘি ঢালার মতো কাজ।’’ ইসরাইলের প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি মামদানিকে 'হামাসের প্রতি সহানুভূতিশীল' বলে আখ্যায়িত করেছেন, যদিও বিশ্লেষকরা এই অভিযোগের কোনো ভিত্তি পাননি।

No comments found


News Card Generator