দাদি খালেদা জিয়ার কবরে নাতনি জাইমা রহমানের শ্রদ্ধা ও জিয়ারত..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তারা কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘ সময় মোনাজাত ও দোয়ায় অংশ নেন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।..

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবর জিয়ারত করেন তিনি।

জিয়ারতের বিবরণ সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের প্রায় ২০ জন সদস্য উপস্থিত ছিলেন। তারা কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘ সময় মোনাজাত ও দোয়ায় অংশ নেন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।

পারিবারিক আবহ কবর জিয়ারতের সময় জাইমা রহমান ও পরিবারের সদস্যদের অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও শান্ত দেখা গেছে। প্রিয় দাদিকে হারানোর শোক তাদের চোখেমুখে স্পষ্ট ছিল।

উল্লেখ্য, গত বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে লাখো মানুষের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

No comments found


News Card Generator