close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের গুরুত্বপূর্ণ বৈঠক..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর..

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে তারা পরস্পর শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করেন।

ডব্লিউইএফ’র বার্ষিক সম্মেলনে অংশ নিতে ড. ইউনূস বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। চার দিনের এই সফরের দ্বিতীয় দিনে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে অংশ নেন।

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এসব বৈঠকে প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

ডব্লিউইএফ সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূস বুধবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করেন।

এছাড়াও আরেকটি বৈঠকে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ড. ইউনূসকে ২০২৫ সালে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

প্রেস সচিব জানান, ড. ইউনূস দিনব্যাপী আরও প্রায় ১৫-১৬টি বৈঠকে অংশ নেবেন, যেখানে বিশ্বখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ডব্লিউইএফ সম্মেলনে যোগ দিতে গত সোমবার গভীর রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস। তার ২৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

আই নিউজ বিডি ডেস্ক
dfgdfgds
0 0 Reply
Show more