close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চুয়াডাঙ্গায় ফাঁকা মাঠে ভয়াবহ ডাকাতি: কুপিয়ে, পিটিয়ে টাকা লুট..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর ও মর্তুজাপুর গ্রামের মাঝামাঝি ফাঁকা মাঠে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।..

চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর ও মর্তুজাপুর গ্রামের মাঝামাঝি ফাঁকা মাঠে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ভ্যানযোগে বাড়ি ফেরার সময় একদল সশস্ত্র ডাকাত কাপড় বিক্রেতা বাবা-ছেলের ওপর হামলা চালায়। এতে ছেলে জিয়ারুল ইসলাম (২২) কুপিয়ে ও বাবা শফি উদ্দিন (৫৫) পিটিয়ে গুরুতর আহত হন। ডাকাতরা তাদের কাছে থাকা নগদ ৭০-৮০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
পথচারীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ভুক্তভোগী শফি উদ্দিন জানান, তারা দুজন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাসিন্দা এবং ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা। ঘটনার রাতে দশমাইল বাজারে কাপড় বিক্রি শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। শিবপুর ও মর্তুজাপুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে রাস্তার ওপর বাঁশের ব্যারিকেড দেখে থামেন। পার হতে গেলে ভ্যান উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে ৬-৭ জনের ডাকাতদল তাদের ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই জিয়ারুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এবং শফি উদ্দিনকে পিটিয়ে ফেলে টাকা লুটে নেয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, ধারালো অস্ত্রের আঘাতে জিয়ারুলের বাম হাতে গভীর জখম হয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছিল। আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। তবে শফি উদ্দিন শঙ্কামুক্ত।


চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলে মনে হয়েছে। ভ্যান উল্টে মালামাল রাস্তায় পড়েছিল এবং পুলিশ তা হেফাজতে নিয়েছে। তবে ডাকাতির অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

কোন মন্তব্য পাওয়া যায়নি