close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চুয়াডাঙ্গায় ভৈরব নদে ডুবে দুই শিশুর মৃ'ত্যু

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চুয়াডাঙ্গার জীবননগরে গোসল করতে গিয়ে পানিতে ডুবেমৃত্যু হয়েছে দুই শিশুর । রোববার (৩ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদে গোসল করার সময় মৃত্যু হয় ঐ দুই শিশুর। ..

নিহতরা হলো মুক্তারপুর গ্রামের ঈদগা পাড়ার মো. সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) ও মো. জুয়েল মিয়ার ছেলে মো. জুনায়েদ হোসেন (৭)।  দুইজনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। 

সজীব হোসেন জানায়,  রোববার দুপুরে বিদ্যালয় ছুটির পর রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেওয়া ছিল। গোসলের এক পর্যায়ে তারা জাগ দেওয়া পাটের ওপরে ওঠে খেলা করছিল। এ সময় রিমন পানিতে পড়ে যায়। জুবায়েদ রিমনকে তুলতে গেলে জুবায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত তাদের বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনাটি বলে। খবর পেয়ে বাবা-মাসহ নিকট আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে নদী থেকে উদ্ধার করে দুইজনের মরদেহ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

کوئی تبصرہ نہیں ملا