close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছেন তামিম ইকবাল..

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল এই সমাবেশে অংশ নিয়..

শনিবার বিকেল ৩টার দিকে সমাবেশ শুরুর কথা থাকলেও বিকেল ৪টা ১০ মিনিটে সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন নিয়ে নিজের হতাশার কথা জানান তামিম। তিনি বলেন, এখন আর ক্রিকেট-ফুটবলসহ অন্যান্য খেলাতে চট্টগ্রাম থেকে বিশ্বমানের ক্রীড়াবিদ উঠে আসছে না ।

বিশেষ করে গত ১৫ বছরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন চূড়ান্ত অবহেলার শিকার হয়েছে উল্লেখ করে তামিম বলেন, ‘একটা সময় সব খেলাতেই জাতীয় দলে চট্টগ্রামের ৬-৭ জন করে থাকত। কিন্তু গত ১৫ বছরে চট্টগ্রাম থেকে কষ্টেসৃষ্টে একজন কি দুইজন সুযোগ পেয়েছেন। এমনটা কেন হয়েছে, তার জবাব খুঁজে বের করা জরুরি।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবং দেশসেরা ওপেনার তামিম ইকবাল ভবিষ্যতে এই চিত্র বদলাবে বলে আশা প্রকাশ করেন ।

 ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক এ আয়োজন শুরু হয় শনিবার বিকাল থেকে, চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এছাড়াও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও সমাবেশে যোগ দেন। আর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Nema komentara


News Card Generator