close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চট্রগ্রামে পুলিশের সঙ্গে রিকশাচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া..

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
ট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শুরু হওয়া এই উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, এ..

ট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শুরু হওয়া এই উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর একটা) ঘটনাস্থলে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি চলমান।

তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, ধারণা করা হচ্ছে— নগর পুলিশের ট্রাফিক বিভাগের ব্যাটারিচালিত রিকশাবিরোধী সাঁড়াশি অভিযানের প্রতিক্রিয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এরই প্রেক্ষিতে চালকদের ক্ষোভ দানা বাঁধছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator