ট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শুরু হওয়া এই উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর একটা) ঘটনাস্থলে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি চলমান।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, ধারণা করা হচ্ছে— নগর পুলিশের ট্রাফিক বিভাগের ব্যাটারিচালিত রিকশাবিরোধী সাঁড়াশি অভিযানের প্রতিক্রিয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি এপ্রিল মাসেই চট্টগ্রাম নগরে ট্রাফিক পুলিশের অভিযানে ২৮৯৬টি ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এরই প্রেক্ষিতে চালকদের ক্ষোভ দানা বাঁধছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			