close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চোলাই মদ তৈরির সরঞ্জামসহ আটক ৬

Md. Rayhana Mahamud avatar   
Md. Rayhana Mahamud
****

মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ


গাজীপুরের কালীগঞ্জে চোলাই মদ তৈরি ও বিক্রির দায়ে ছয় জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় চার লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।  

শুক্রবার (২ মে) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামে এ-ঘটনা ঘটে। চোলাই মদ তৈরি ও বিক্রির সাথে জরিত থাকায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মাদক কারবারীদের বাড়ীতে প্রবেশ করে তৈরি কৃত মদ উদ্ধার করে। এসময় উত্তেজিত জনতা মদ তৈরির কারখানা ভেঙ্গে ঘুরিয়ে দেয় এবং বিপুল পরিমান জাওয়া মদ ও মদ তৈরির সরঞ্জাম বিনষ্ট করে। পরে ছয় জন মাদক কারবারীকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।  

মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুরের গ্রামের বিকাশ রবিদাসের পূত্র শুভ রবি দাশ (২২), শ্রী কানাই ভাস্কর (২৯), শ্রী নিমাই ভাস্কর (৩২) উভয় পিতা মৃত অর্জুন ভাস্কর, সুভাস রবিদাস (৪২), নরেশ রবিদাস (৪০) উভয় পিতা হীরালাল রবিদাস এবং প্রান্ত রবিদাস (১৩) পিতা সুভাস রবিদাস কে চোলাই মদ তৈরি ও বিক্রির দায়ে আটক করা হয়েছে। এসময় চার লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ। স্থানীয়রা জানায়, উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে পরস্পরের যোগসাজসে এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাকসুদুল কবির নকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ছয় মাদক কারবারীকে পুলিশে সোপর্দ করে। এসময় চার লিটার চোলাই মদ জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনির ২৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (১),তারিখ ০২/০৫/২৫ ইং।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, চোলাই মদ তৈরির দায়ে এলাকাবাসী ছয় মাদক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

No comments found