চমেক হাসপাতালে চিকিৎসাধীন অস্ত্র মামলার আসামি রফিকুল ইসলাম (৩২) হাতকড়াসহ পালিয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে হাসপাতালে দায়িত্বে থাকা দুই কনস্টেবলকে ফাঁকি দিয়ে পালান তিনি। এ ঘটনার পরিবর্তে দুই কনস্টেবল মামুন ও আব্দুল কাদিরকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা। এই ইউনিটে চলছে তোলপাড়ে তারা। এর আগে ১৬ মার্চ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সামিরাঘোনা এলাকা থেকে রফিককে গ্রেপ্তার করে কোস্ট গার্ড। এসময় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ঘটনার দিন বিকেলে অভিযান পরিচালনা করে সংস্থাটি। কোস্ট গার্ডের দল প্রথমে ফাঁকা গুলিবর্ষণ করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু তারা আহ্বানে সাড়া না দিয়ে পুনরায় এলোপাতাড়ি গুলি করে। পরে কোস্ট গার্ডের সদস্যরাও পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় এবং অন্যান্য ডাকাত সদস্যরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে আসামি রফিককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি জব্দ করা হয়।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Keine Kommentare gefunden