চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গভীর রাতে ঢাকাগামী আইকনিক পরিবহনের যাত্রীবাহি বাসের ধাক্কায় দারোয়ান ও অপর এক পথচারী নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।
নিহত দুইজন হলো আব্দুল মালেক (৩৫) ও জাফর আলম (৫৫) নামে এক দারোয়ান। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়- রবিবার (১৮ মে) দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা ও চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া রাস্তার মাথায় পৃথক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy