close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিসিবির নজরে শাদাব, ইমাম, ফখর: পাকিস্তানের ঘরের মাটিতে শিরোপা মিশন!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এক বছর ধরে পাকিস্তানের ওয়ানডে দলে জায়গা হয়নি তারকা অলরাউন্ডার শাদাব খানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই তিনি দলের বাইরে। তবে ঘরের মাঠে বসতে যাওয়া চ্যাম্পিয়ন্
এক বছর ধরে পাকিস্তানের ওয়ানডে দলে জায়গা হয়নি তারকা অলরাউন্ডার শাদাব খানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই তিনি দলের বাইরে। তবে ঘরের মাঠে বসতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে চান শাদাব, এমনটিই জানালেন সম্প্রতি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)ও তার ফর্ম ও প্রচেষ্টায় সন্তুষ্ট। শুধু শাদাব নয়, পিসিবি চাইছে ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামানকেও দলে রাখতে। গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শক্তিশালী দল গঠনে মনোযোগী। শিরোপা ধরে রাখার লক্ষ্যে তারা ১৫ সদস্যের স্কোয়াডে চারজন ব্যাটার, চারজন পেসার এবং তিনজন স্পিনার রাখার পরিকল্পনা করছে। কিপার হিসেবে মোহাম্মদ রিজওয়ান নিশ্চিত, তবে ফখরের ফর্ম ও সাম্প্রতিক সফরের অনুপস্থিতি তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। ইমাম-উল-হক, যিনি ৭২ ম্যাচে ৩১৩৮ রান করেছেন এবং চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে ৫৩ গড়ে চার ম্যাচে ২১২ রান করেছিলেন, তাকেও স্কোয়াডে রাখা নিয়ে আলোচনা চলছে। পিসিবি স্পিন আক্রমণে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের সঙ্গে শাদাবের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। শাদাব তার শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি আসরে ১২০ রান ও ৫ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন। টপ অর্ডারের ঘাটতি মেটাতে ফখর জামানকে ফেরানোর চিন্তাভাবনাও করছে বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে। হাইব্রিড মডেলে আয়োজিত এই টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকছে পাকিস্তানের তিনটি মাঠ এবং দুবাই। বিশেষত, ভারতের সব ম্যাচই হবে দুবাইয়ে। ফাইনাল লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত ফাইনালে উঠলে সেটি সরিয়ে দুবাইয়ে নেয়া হবে। শক্তিশালী স্কোয়াড গঠনে পিসিবির পরিকল্পনা এবার কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে দেশি দর্শকদের সামনে ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে পাকিস্তানের প্রস্তুতি যে তুঙ্গে, তা স্পষ্ট।
לא נמצאו הערות