চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সয়ংবাদদাতা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিজিবি’র এ ধরনের অভিযান কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।..

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে তল্লাশীসহ টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি।  চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, নির্বাচন উপলক্ষে দুষ্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানোসহ নিয়মিত টহল পরিচালনা করছে।

এছাড়াও সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিজিবি’র এ ধরনের অভিযান কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।

Geen reacties gevonden


News Card Generator