close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চিঠি পাঠিয়ে আমাকে খুন করার হুমকি দেওয়া হয়েছে: আখতার হোসেন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নাগরিক পার্টির সদস্যের জীবনে খুনের হুমকি দেওয়া হয়েছে একটি চিঠি পাঠিয়ে। চিঠিতে 'বুলেট' নামে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।..

জাতীৎ নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে ও আমার পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। শনিবার (১৭ মে) নিজের ফেসবুক আইডিতে এ কথা জানান তিনি। পোস্টে আখতার হোসেন বলেন, ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’। চিঠিটা ডাকপিয়ন গতকাল বড় ভাইয়ের কাছে দেয়। চিঠি পড়ার পর থেকে বাড়ির মানুষেরা চিন্তিত হয়ে আছেন। যেখানে পাবে, সেখানে খুন করবে, ঝামেলায় ফেলবে এমন হুমকি। তিনি আরও বলেন, বোনাস লাইফ লিড করতেছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইন শা আল্লাহ। আল্লাহ ভরসা।

No comments found