চিরিরবন্দরে কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক  ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২জনের..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
চিরিরবন্দর ষ্টেশনে কয়েক ঘন্টার ব্যবধানে ট্রেনে কাটায় ২ জন নিহত
স্টাফ রিপোর্টার, দিনাজপুর  > দিনাজপুরের চিরিরবন্দরের রেলওয়ে স্টেশনে কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক দুইটি ট্রেনের চাকায় কাটা পড়ে ২জন নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় দোলনচাঁপা ট্রেনের চাকায় কাটা পড়ে একজন বৃদ্ধা নারী নিহত হয়। তার কয়েক ঘন্টার ব্যবধানে দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা ট্রেনে কাটা পড়ে আরেকজন নিহত হয়েছে। 
জানা গেছে, সকাল সাড়ে ৯টায় রেললাইন অতিক্রম করে মেয়ে জামাইয়ের বাড়ীতে বেড়াতে যাবার সময় সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনের চাকায় কাটা পড়ে আঞ্জুয়ারা বেগম নামে একজন বৃদ্ধা নিহত হয়েছে।
নিহত আন্জুয়ারা বেগম (৬০) চিরিরবন্দরের  বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী। 
দুপুর ১২টার দিকে রাজশাহী গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে জিয়াবুর রহমান নামে একজন যাত্রী নিহত হয়েছে। 
জিয়াবুর রহমান (৪৫) চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়ার এমতাজুল হকের ছেলে।
রেলওয়ে ইনচার্জ আব্দুল মান্নান জানান,  পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ট্রেনে কাটা পড়ে  বৃদ্ধা আন্জুয়ারা বেগম সকাল সাড়ে ৯টায় এবং পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বাংলাবান্ধা চলন্ত ট্রেনে উঠার সময় পা পিছলে যাত্রী জিয়াবুর রহমান নিহত হয়েছে।
 
कोई टिप्पणी नहीं मिली


News Card Generator