close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সূর্যো উদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাসহ কর্মকর্তাবৃন্দ।

সকাল ৮ টায় কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মরণে মোনাজাত করে। সকাল সাড়ে ৮ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা চত্বরে বিজয় মেলা উদ্বোধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোতে সকল কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

Ingen kommentarer fundet


News Card Generator