নিজস্ব প্রতিনিধি > গৃহ পালিত ছাগলকে খাওয়ানোর জন্য গাছের পাতা সংগ্রহের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন বৃদ্ধের মৃত্যু ঘটেছে। আজ বুধবার মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছে চিরিরবন্দরের কুতুবডাঙ্গা বাজারে।
বৃদ্ধ নিখিল চন্দ্র নাড়িয়া ( ৬৫) চিরিরবন্দরের  অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গার দুর্গাপুর ডাক্তার পাড়া গ্রামের মৃত হরিমহন চন্দ্রের ছেলে।
জানা গেছে,  গৃহ পালিত ছাগলকে খাওয়ানোর জন্য আহ বুধবার দুপুরের দিকে কুতুবডাঙ্গা বাজারে  উত্তর পাশে গাছ থেকে পাতা সংগ্রহ করছিল। অসর্কতায় গাছের উপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের তার শরিরে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থেলেই প্রাণ হারান নিখিল চন্দ্র ওরফে নাড়িয়া।
চিরিরবন্দর থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, মৃত্যুর বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ জানায়নি।
##
					
					
					
					
					
					
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			