close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চিরিরবন্দরে চার দিনে অবৈধ ট্রাক্টর থেকে প্রায় দুই লাখ টাকা জরিমানা।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় সড়ক ও পরিবহন আইন ভঙ্গের অভিযোগে চার দিনে অবৈধ ট্রাক্টরের উপর অভিযান পরিচালনা করে..

প্রায় দুই লাখ টাকা জরিমানা অভ্যাহত রেখেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ উক্ত আদালত পরিচালনা করে দুটি ট্রাক্টরকে ১২ হাজার টাকা জরিমানা করেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ বলেন, ‘দিনের বেলা এসব অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে, নিরাপদ সড়ক এর স্বার্থে যে নির্দেশনা জারি করা হয়ে তা শতভাগ বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।’

চলতি বছরের জানুয়ারিতে চিরিরবন্দর বিন্যাকুড়ী বাজার সংলগ্ন এলাকায় ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে ব্যাটারীচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে দুজন এসএসসি পরিক্ষার্থী নিহত ও ৫ জন আহত হয়। 

এ ঘটনায় অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর অবরোধ ও বিক্ষোভের পর দিনের বেলা ট্রাক্টর চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে চিরিরবন্দর উপজেলা প্রশাসন। 

এ নিয়ে অভিযানে চার দিনে ১৮টি ট্রাক্টরের উপর মোট ১ লক্ষ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Ingen kommentarer fundet


News Card Generator