close
  
  
         
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
					ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হামলার প্রতিবাদে চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন। এ বিষয়ে আলোচনা করতে শিক্ষার্থী প্রতিনিধি ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করছেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
শনিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলা করে মৃত্যু হলে, ঢামেকের চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন, অভিযোগকারীদের গ্রেফতার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			