close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চিকিৎসা সেবা নিয়ে পাহাড়ে সেনাবাহিনী 

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
রাঙ্গামাটির সাজেকের বাঘাইহাটে শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।..



বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট "মাইটি সিক্সার্স" ইউনিটের বাঘাইহাট জোন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি-এর নির্দেশনায় ক্যাম্প পরিচালনা করেন জোনের রেজিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান, এএমসি। রোগ নির্ণয়ের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। স্থানীয় পাহাড়ি ও বাঙালিসহ শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।  

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা মোঃ আবেদ আলী (৫৩) বলেন, “আমাদের এখানে ডাক্তার নেই, সেনাবাহিনীর এ আয়োজন আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।”

ক্যাপ্টেন সুশান জানান, “ দুর্ঘম ও পাহাড়ি এলাকা হওয়ায় এই অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে। তাই আমাদের আজকের এই চিকিৎসা ক্যাম্প। মানুষের জন্য নিয়মিত এ ধরনের ক্যাম্প চলবে। মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব।"

স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের সেবা চালুর আহ্বান জানান।

No comments found