close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ছাত্রদল নেতা তরিকুল হত্যাচেষ্টা মামলায় আ’লীগের ২৩ জনের নামে চার্জশিট..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
ছাত্রদল নেতা তরিকুল হত্যাচেষ্টা মামলায় আ’লীগের ২৩ জনের নামে চার্জশিট গঠন

যশোর মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম সুমনকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগের ২৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।


অভিযুক্ত আসামিরা হলেন মণিরামপুর সমশেরবাগ গ্রামের মৃত কফিল গাজীর ছেলে রিপন গাজী, মৃত আতিয়ার গাজীর ছেলে বিল্লাল গাজী, মৃত ইয়াসিন গাজীর ছেলে নুরুল ইসলাম গাজী, নুর ইসলাম গাজীর ছেলে ওসমান গাজী, পরশ গাজী, জয় উদ্দিন গাজীর ছেলে ইমরান গাজী, শাহিন গাজী ও তার ছেলে আবু নাঈম গাজী, রেজাউল গাজীর ছেলে রাহুল গাজী, নাজিম গাজীর ছেলে মনিরুজ্জামান গাজী, মৃত নাজিম গাজীর ছেলে নয়ন গাজী, মৃত নিছার গাজীর ছেলে আতিয়ার গাজী, মৃত এলাহী বক্স গাজীর ছেলে গোলাম গাজী, মোহাম্মদ আলী গাজী, আবুল হোসেন, সমশের গাজীর ছেলে ছরফ আলী গাজী, সুরত আলী গাজীর চেলে আব্দুল খালেক গাজী, মৃত আব্দুল খালেক গাজীর ছেলে শামীম গাজী, লক্ষীকান্তপুর গ্রামের রেজাউল গাজীর ছেলে মোকলেসুর রহমান, নোয়ালি গ্রামের আতিয়ার গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী, মিজানুর গাজীর ছেলে ফারুক হোসেন, ভরতপুর গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে রুহুল আমিন ও কাশিপুর গ্রামের মনির উদ্দিন দফাদারের ছেলে আবু তালেব তালহা।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় মামলা থেকে নুরুজ্জামান গাজী, কামরুল গাজী ও রেজাউল ইসলামের অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই হেলাল সরদার।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২২ মার্চ গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে স্থানীয় বাজারের দিকে এগিয়ে যায়। এসময় স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম সুমনসহ কয়েকজনকে দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। হামলাকারীরা তরিকুলসহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর হামলাকারীরা বোমা বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় ২৫ মার্চ মণিরামপুর থানায় নিয়মিত মামলা হয়। চার্জশিটে অভিযুক্ত রুহুল, আবু তালেব ও বিল্লাল গাজী বাদে সকল আসমিকে পলাতক দেখানো হয়েছে।

没有找到评论


News Card Generator