নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ আল ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, অফিসার ইনচার্জ, চাটখিল থানা, নোয়াখালী এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম পাটোয়ারী, সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং সেনাবাহিনী সহ যৌথ অভিযান পরিচালনা করিয়া চাটখিল থানাধীন ০২ নং রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামস্থ সাতের দীঘির দক্ষিন পাড়ে ধৃত আসামী জাহিদুল ইসলাম রুবেল (৩৮), পিতা- মৃত হোসেন চৌধুরী, মাতা- নুরু নাহার বেগম, সাং- ধর্মপুর ( সাতের বাড়ী), ০১ নং ওয়ার্ড, ০২নং রামনারায়নপুর ইউনিয়ন, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীর বসত বিল্ডিংয়ের দক্ষিন পাশের জানালার সানশেড এর উপর হইতে ক) ০১(এক) টি দেশীয় লোহার তৈরি পিস্তল, যাহাতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত। যাহা বাট সহ লম্বা অনুমান ১০ ইঞ্চি, যাহাতে ৩০৩ রাইফেলের গুলি ব্যবহৃত হয়, খ) ৩০৩ রাইফেলের গুলি ০৭ (সাত) রাউন্ড, গ) ০৭ (সাত) রাউন্ড ১২ বোর কার্তুজ (রাবার বুলেট), প্রত্যেকটি সবুজ রংয়ের, ঘ) ০১ টি লোহার তৈরি পুরাতন চাপাতি দা, যাহা কাঠের বাট সহ লম্বা অনুমান ১৫ ইঞ্চি ধৃত আসামী নিজ হাতে বাহির করে দেওয়া মতে উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় এসআই (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম পাটোয়ারী ২৪/০৬/২৫ ইং তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে চাটখিল থানার মামলা নং- ০৯, তাং- ২৪/০৬/২৫ ইং, ধারা- দি আর্মস এ্যাক্ট, ১৮৭৮ এর 19A/19(f) রুজু করা হয়।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কোন মন্তব্য পাওয়া যায়নি