রিপোর্ট মেহেদী হাসান: বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান ও মানবিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম নাম ওসি মোঃ আফজাল হোসাইন—নরসিংদীর শিবপুর মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ। দীর্ঘ প্রায় দুই দশকের পুলিশি জীবনে তিনি অর্জন করেছেন জনসেবা, সততা ও পেশাদারিত্বের অনন্য স্বীকৃতি। তার এই নিষ্ঠার ধারাবাহিকতায় চতুর্থবারের মতো ভূষিত হয়েছেন “পুলিশ ফোর্স এক্সেম্পলারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ)”—যা পুলিশ বাহিনীর মর্যাদাপূর্ণ একটি পদক।
সর্বশেষ ব্যাজটি তিনি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ১ মে ২০২৫, ঢাকায় আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে মাননীয় আইজিপি বাহারুল আলমের হাত থেকে।
২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি পুলিশ বাহিনীতে যোগদানকারী আফজাল হোসাইন সময়ের পরিক্রমায় পরিণত হয়েছেন এক জনবান্ধব ও নেতৃত্বগুণে সমৃদ্ধ কর্মকর্তায়।
সাফল্যের পেছনে পুরো টিমের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, "এই পদক আমি উৎসর্গ করছি শিবপুর মডেল থানার প্রতিটি সদস্যকে। এটি শুধুই ব্যক্তিগত নয়—এটি আমাদের সম্মিলিত পরিশ্রম, দায়িত্ববোধ ও জনগণের প্রতি প্রতিশ্রুতির স্বীকৃতি।"
তার নেতৃত্বে শিবপুর মডেল থানা হয়েছে এক আস্থার প্রতীক, যা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় একাধিকবার জেলা ও বিভাগীয় পর্যায়ে পেয়েছে প্রশংসা।
পুলিশ বাহিনীর সহকর্মীরা মনে করেন, ওসি আফজাল হোসাইন হলেন আধুনিক, জনমুখী ও নৈতিক পুলিশিংয়ের এক অনুকরণীয় দৃষ্টান্ত। সাহসিকতা ও মানবিক মূল্যবোধে ভরপুর তার কর্মকৌশল নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য হয়ে উঠছে প্রেরণার উৎস।