close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

চাপসার সী মান্তে ৭ বাংলাদেশীকে পু শইন 

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
এক যুগের বেশী সময় ধরে ভারতে বসবাস করেছে তারা। রাতে বাংলাদেশে পুশ করেছে বিএসএফ....
বিজিবির দিনাজপুরস্হ ৪২ ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁয়ের হরিপুরে চাপসার সীমান্তে পুশইনের শিকার ৭জন বাংলাদেশী নাগরিককে আজ ২০ জুন শুক্রবার আটক করেছে স্হানীয় বিওপির টহল দলের সদস্যরা। পরে তাদরেকে থানা পুলিশে তুলে দিয়েছেন তারা।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চাপসার বিওপি আওতাধীন সীমান্ত মেইন পিলার ৩৪৭/এমপি এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা গেল বৃহস্পতিবার মধ্যরাতে ৭জন বাংলাদেশী নাগরিককে  পুশ করেছে। এদের মধ্য ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।
বিজিবির জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে কাজের সন্ধ্যানে দালালের মাধ্যমে তারা 
 ২০ থেকেন২৫ বছর আগে তারা মুম্বাই গিয়েছিল। সপ্তাহখানেক আগে তাদেরকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে ১৯ জুন  সীমান্ত এলাকায় নিয়ে আসে বিএসএফ। রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে আটা করেছে চাপসার বিওপির সদস্যরা।
তাদের পৈত্রিক নিবাস বাংলাদেশে। । আটককৃতদের আত্মীয় স্বজন বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করে নাগরিকত্ব নিশ্চিত হয়েছেন তারা।
আটকৃকরা হলো যশোহরের নোয়াপাড়ার গাজির হাট পেরুলীর শহীদের স্ত্রী সাহিদা বেগম (৪৬), তার ছেলে সাইফুল ইসলাম (২৭), আরেক ছেলে শরিফুল শেখ (১৭), মেয়ে রোকসোনা খাতুন (২৬), আরেক মেয়ে ছাবিনা খাতুন (২৪), নড়াইলের কালিয়ার যাদবপুরের ফিজরুল খাঁ এর স্ত্রী আয়না খাতুন, আয়না খাতুন (৩৫) শিশু কন্যা আরিফা খাতুন (৪)
আইনগত ব্যবস্হা গ্রহনে আটক ৭জনকে  ঠাকুরগাঁয়ের হরিপুর থানায় হস্তান্তর করেছেন বিজিবির চাপসার বিওপির সংশ্লিষ্টরা। পাশাপাশি বিএসএফের সাথে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছেন করেছেন তারা।
 
###
Salahuddin Ahmed
Nema komentara