close

লাইক দিন পয়েন্ট জিতুন!

চালতেতলা বসতবাড়িতে হামলা: লুটপাটের অভিযোগ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার দেবহাটার চালতেতলা এলাকায় বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার চালতেতলা গ্রামের মজি গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে.....

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার দেবহাটার চালতেতলা এলাকায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ মে '২৫) সকাল ৯টার দিকে উপজেলার চালতেতলা গ্রামের মজি গাজীর ছেলে সাহেব গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী সাহেব গাজী জানান, মঙ্গলবার সকালে আমার বাড়িতে কালু ডাকাত, কালু ডাকাতের ছেলে সহ একটি দল অস্ত্র নিয়ে প্রবেশ করে। বাড়ির লোকজন কোনকিছু বোঝার আগে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তারা অস্ত্র ধরে বাড়িতে থাকা মুল্যবান জিনিসপত্র লুট করতে থাকে। বাড়িতে থাকা ৫ ভরি স্বর্ণলঙ্কার, নগদ টাকা লুট করে। সেই সাথে বাড়িতে থাকা নারীদের লাঞ্চিত করে। পরে তারা বাড়িতে থাকা ফ্রিজ, টিভি, শোকেজ, আলমারি, খাট সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এতে আমি কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মূখিন হয়েছি। বর্তমান পরিবারের সদস্যদের নিয়ে খুবই আতংঙ্কে আছি।

এবিষয়ে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Không có bình luận nào được tìm thấy