রিপোর্ট মেহেদী হাসান: যখন নেতৃত্ব লুকায় নিরাপত্তার আড়ালে, রাজপথ ফাঁকা হয়ে পড়ে কর্মীদের অপেক্ষায়, ঠিক তখনই নীরবে বুক চিতিয়ে দাঁড়ান একজন। না, তিনি আলো ঝলমলে টিভি ক্যামেরার সামনে নন, নেই সুবিধাভোগী রাজনীতির ছায়াতলে। তিনি মাঠে, কর্মীদের পাশে, রাজপথের ঠিক মাঝখানে। নাম তার—মহসিন হোসাইন বিদ্যুৎ। একজন রাজনৈতিক যোদ্ধা, একজন ত্যাগের প্রতীক।
১৯৮৮ সালে ছাত্রদলের কর্মী হিসেবে শুরু হয়েছিল তার রাজনৈতিক পথচলা। বয়স তখন অল্প, কিন্তু সাহস ছিল অগাধ। নরসিংদী সরকারি কলেজ থেকে সংগঠনের নেতৃত্ব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়ে আজ তিনি নরসিংদী জেলা যুবদলের সভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)। তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতির প্রতিটি স্তর তিনি অতিক্রম করেছেন—কিন্তু কোনোটিই পদ-পদবি অর্জনের জন্য নয়, বরং আদর্শকে বাঁচিয়ে রাখার দায়ে।
এই দীর্ঘ যাত্রা কেবল সাফল্যের নয়, বরং নিপীড়নের ইতিহাসে ভরা। তার বিরুদ্ধে দায়ের হয়েছে ৪৩টি রাজনৈতিক মামলা—যার মধ্যে রয়েছে পল্টন থানার হত্যা মামলা, কারাগার ভাঙচুর, এবং নাশকতার একাধিক অভিযোগ। ১৭ বার গ্রেফতার,৮ বছরের অধিক কারাবাস—তবুও পিছু হটেননি একচুলও।
দলের দুঃসময়ে যখন অধিকাংশ নেতা ছিলেন আড়ালে, তখন রাজপথে নির্ভয়ে দাঁড়িয়েছিলেন বিদ্যুৎ। বুলেটের মুখে, কাঁদানে গ্যাসের ধোঁয়ার মধ্যে, আদালতের বারান্দায় কিংবা থানা হাজতের শীতল মেঝেতে—তিনি ছিলেন। ছিলেন কর্মীদের আশ্রয়, আন্দোলনের মুখ।
একজন তৃণমূল কর্মীর ভাষায়, “অনেক নেতা দূরে থেকেছেন, কেউ কেউ ক্ষমতার পাশে দাঁড়িয়েছেন—কিন্তু বিদ্যুৎ ভাই আমাদের সঙ্গে থেকেছেন। মামলা-গ্রেপ্তারে আমরা ভয় পেতাম না, কারণ তিনি সামনে থাকতেন।”
আরেকজন বলেন, “তিনি নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। তাঁর মতো একজন থাকলে শত মামলা-হামলার মধ্যেও রাজনীতি করা যায়।”
আজ বিএনপি যখন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সংগঠন পুনর্গঠনের পথে এগোচ্ছে, তখন প্রশ্ন উঠে—মাঠের এই ত্যাগী, সাহসী, এবং নির্যাতিত নেতাদের স্থান কোথায়?
রাজপথে যারা থেকে দলকে টিকিয়ে রেখেছেন, আগামী নেতৃত্বের ভার কি তাদেরই হাতে তুলে দেওয়া হবে?
রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করে সাহসী নেতৃত্বের ওপর। মহসিন হোসাইন বিদ্যুৎ-এর মতো নেতারা রাজনীতিকে করেছেন মূল্যবান। সময় এসেছে তাঁদের মূল্যায়নের। নয়তো আবারও হারিয়ে যাবেন একজন আসল লড়াকু যোদ্ধা—ভিড়ের আড়ালে, উচ্চকণ্ঠ সুবিধাভোগীদের ভিড়ে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			