close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়ায় আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভায় মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।..

আগৈলঝাড়া, ১ জুলাই – দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা সদরে একটি ব্যাপক মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‘যেখানে মাদক সেখানেই প্রতিরোধ, যেখানে মাদক সেখানেই প্রতিবাদ’—এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় জনগণ ব্যাপক অংশগ্রহণ করেন।

আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির হলরুমে বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি মো. শাহ আলম রাঢীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সহকারী উপ-পরিদর্শক জাহিদ রাসুল, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মাহাবুবুল ইসলাম, সাবেক সভাপতি সরদার হারুন রানা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক জাহিদ রাসুল তার বক্তব্যে বলেন, “মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঘর থেকে প্রতিবাদ করতে হবে। তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে, যা সমাজের জন্য ভয়াবহ হুমকি। কঠোর পদক্ষেপ না নিলে এর মারাত্মক পরিণতি ভয়াবহ হবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।”

সভায় শিক্ষাবিদ ও স্থানীয় নেতারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, মাদকাসক্তি রোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনার মাধ্যমে তরুণ সমাজকে সুরক্ষিত রাখা জরুরি।

আলোচনা সভার পর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণিল মাদকবিরোধী র‍্যালি বের হয়, যা শেষে সভাস্থলে এসে সমাপ্ত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী স্লোগান দিয়ে জনসাধারণের কাছে মাদকমুক্ত সমাজ গঠনের আবেদন জানান।

বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতে এমন কর্মসূচি আরও জোরদার করার প্রতিশ্রুতি প্রদান করা হয়।

No comments found