close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বসন্তের  মৃদু বাতাসে দোল খাচ্ছে  আমনে ভরা ধানের মাঠ। 

Abdul Kadir  avatar   
Abdul Kadir
কৃষকের ঘরে ঘরে শুরু হবে ধান তোলার পালা। মাঠের পর মাঠজুড়ে সোনালি কাঁচা-পাকা ধানের ফসলি খেত যেন দিগন্ত ছুঁয়ে গেছে।  চাঁদপুর জেলার ফরিদগঞ্জে  উপজেলার ১১নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের গুপ্তের  মাঠের  কৃষক ..

 

 বসন্তের  মৃদু বাতাসে দোল খাচ্ছে  আমনে ভরা ধানের মাঠ। 

ফরিদগঞ্জ প্রতিনিধি:-

 বসন্তের  মৃদু বাতাসে দোল খাচ্ছে আমনের মাঠ ভরা  ধানের মাঠ । মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায়। সে কাজের প্রস্তুতি নিতে ব্যস্ত   কৃষকেরা। আর ক'দিন পরেই শুরু হবে পুরোদমে ধান কাটা, মাড়াই আর ঘরে তোলার মহোৎসব। কৃষকের ঘরে ঘরে শুরু হবে ধান তোলার পালা। মাঠের পর মাঠজুড়ে সোনালি কাঁচা-পাকা ধানের ফসলি খেত যেন দিগন্ত ছুঁয়ে গেছে।  চাঁদপুর জেলার ফরিদগঞ্জে  উপজেলার ১১নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের গুপ্তের  মাঠের  কৃষক মোহাম্মদ নূরুল আমীন  বলেন, এই গ্রামের গুপ্তের ও সাহেবগঞ্জ সহ আসে পাশের , বিলে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুরূপভাবে আশপাশের মাঠেও ধানের ভালো ফলন হয়েছে।  তিনি জানান, এবার প্রাকৃতিক দুর্যোগ তেমন একটা ছিলো না। যথাযথ পরিচর্যাসহ সময়মতো সার ব্যবহারে বাম্পার ফসল উৎপাদিত হয়েছে।    উপজেলার দূর্গাপুর  গ্রামের কৃষক আব্দুল্লাহ বলেন, এ বছর খরা ও বন্যা তেমন ছিলো না। যে কারণে গত বছরের চাইতে ফলনও ভাল হয়েছে। আমরা এখন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি।  উপজেলা চরমান্দারীর গ্রামের হারুন-অর-রশিদ  বলেন, মাঠজুড়ে এখন কৃষকের ফলানো সোনারঙ ধানের ছড়াছড়ি। দিগন্তজোড়া মাঠ সেজেছে যেন হলুদ-সবুজ রঙে। চারিদিকে ভেসে বেড়াচ্ছে মৌ মৌ গন্ধ। বাম্পার ফলন হওয়ায় কৃষকদের প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

  উপজেলা উপ সহকারী কৃষি কর্মকতা আনোয়ার বলেন, এবার উপজেলার  আমনের বাম্পার ফলন হয়েছে। ঘাম ঝরানো স্বপ্নের ফসল ঘরে তুলতে পারলে তাদের পরিশ্রম সার্থক হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি